আর্কাইভ থেকে জাতীয়

অ্যাস্ট্রাজেনেকার টিকা: ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি

অ্যাস্ট্রোজেনেকার টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্ডিবডি তৈরি হয়েছে। দুইশ’ নয়জন টিকা গ্রহিতার উপর গবেষণা করে এমন তথ্য জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শরফুদ্দিন আহমেদ। 

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রকাশিত টিকাসংক্রান্ত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

করোনারা টিকা কেমন কাজ করছে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, পুরুষ ও নারীদের শরীরে সমানভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা? এমন তথ্য জানতে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক। ফলাফল তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, টিকা গ্রহণকারীদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হয়নি।

এদিকে দীর্ঘ বিরতির পর রাজধানীতে শুরু হয়েছে অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া। টিকা নিতে পেরে সন্তুষ্টি জানিয়েছে গ্রহণকারীরা। 
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি পয়েন্টে শুরু হয়েছে মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান। টিকা নিতে কিছু সমস্যার কথাও বলেছেন কেউ কেউ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশেনের মাধ্যমে করোনা টিকা দেয়া যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন