আর্কাইভ থেকে করোনা ভাইরাস

অস্ট্রেলিয়ায় লকডাউন না মানায় সেনা মোতায়েন

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। লকডাউনের মেয়াদ কয়েক দফায় বাড়িয়েছে দেশটি। গতকাল সোমবার থেকে ব্রিসবেনে লকডাউনের মেয়াদ বাদিয়েছে কুইন্সল্যান্ড প্রশাসন। কিন্তু জনগণ লকডাউনের নিয়ম না মেনেই ঘরের বাইরে যাচ্ছে। সিডনির রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। পুরো এলাকা টহল দিচ্ছে তারা।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সিডনির প্রতিটি বাড়ি গিয়ে আক্রান্তরা নিজেদের আইসোলেশনে রাখছে কিনা তার খবর নিচ্ছে সেনাবাহিনীর অন্তত ৩শ’ সদস্য। এছাড়াও রাস্তায় নিয়মিত টহল দেবে সেনাবাহিনী ও পুলিশকর্মীরা। যাতে খুব জরুরি প্রয়োজন ছাড়া অযথা রাস্তায় কেউ বের না হয়।

আপাতত লকডাউন জারি রাখার সিদ্ধান্তই নিয়েছে টিকা প্রদানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া। দেশটির ৭০ শতাংশ জনগণ টিকা পেয়ে গেলে লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আজ মঙ্গলবার লকডাউন শেষ হওয়ার কথা ছিলো ব্রিসবেনে। কিন্তু বাড়তি সংক্রমণের কথা মাথায় রেখে আগামী রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪শ’ জন। টিকা নিয়েছে দেশটির ১৯ শতাংশ মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন