পানি এবং স্যালাইন দিয়ে তৈরি হচ্ছে নকল করোনা টিকা
চীনে ভেজাল টিকা তৈরী করে বাজারজাত করার দায়ে একটি চক্রকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। চীনের গণমাধ্যম জানিয়েছে, মিনারেল ওয়াটার এবং স্যালাইন টিকার ভেতর ভরে চক্রটি বাজারজাত করতো। এসব টিকা বিদেশেও রপ্তানী করা হতো। চক্রের প্রধানের নাম কং। গ্রেফতারকৃত কং এই টিকা তৈরী এবং রপ্তানীর অনেক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
কং জানায়, তারা ৫৮ হাজারেরও বেশী নকল টিকা তৈরী করেছে। এর আগেও চীনা কর্তৃপক্ষ আরো ৬৯ জনকে একই অভিযোগে গ্রেফতার করেছিলো। কংয়ের বিরুদ্ধে ২০টিরও বেশী মামলা রয়েছে।
গত বছরের আগস্ট মাস থেকে কং ও তার সহযোগীরা এমন জালিয়াতী শুরু করে। ইতোমধ্যে ছয়শ ডোজ করোনার টিকা হংকংয়ে পাঠানো হয়েছে। এসব ভ্যাক্সিন বেশী দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হতো।
রাইদুল শুভ