আর্কাইভ থেকে ইউরোপ

গ্রীনল্যান্ডে একদিনেই গলে গেছে ১০০ কোটি টন বরফ

গ্রীনল্যান্ডে একদিনেই ১০০ কোটি টন বরফ গলে গেছে। গেল ২৮ জুলাই সেখানে প্রায় ২২ গিগাটনের হিমবাহ গলে যায়। ১৯৫০ সালের পর ক্ষতি বিবেচনায় এটা তৃতীয় সর্বোচ্চ বরফ ক্ষয়। এই বিপুল পরিমাণ বরফগলা পানি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমান এলাকা তলিয়ে দিতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হিমবাহ গলনের পর ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-২ উপগ্রহের তোলা যেসব ছবি সামনে এসেছে তাতে দেখা যায়, আর্কটিক সাগর তীরের বিস্তৃত এলাকার মাটি বরফের চাদর থেকে উন্মুক্ত হয়ে উঠে এসেছে।

গবেষকরা বলছে, খুবই ভয়ঙ্করভাবে হিমবাহ গলেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাজুড়ে দুই ইঞ্চি পর্যন্ত পানি জমে যেতে পারে।

বুধবার বিজ্ঞানীরা জানায়, গলে যাওয়া ২২ গিগাটন হিমবাহের ১২ গিগাটনই সাগরে মিশে গেছে। তুষারপাতের ফলে মাটির উপরের বরফের পুরু স্তর শুষে নিয়েছে বাকি ১০ গিগাটন। ধীরে ধীরে পানি আবারো জমে বরফ হয়ে যাবে।

তবে বিজ্ঞানীদের দাবি, তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ায় যেভাবে উষ্ণ বাতাসে আর্কটিক অঞ্চল অবরুদ্ধ হয়ে গেছে তাতে আগামী দিনগুলোতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন