ফিফা বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ
২০২২ সালটা ক্যারিয়ার থেকে মুছে দিতে পারলে হয়তো সেটাই করতেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেষ্টার ইউনাইটেডে রীতিমত দুঃস্বপ্নের মত সময় কাটিয়েছেন তিনি।
ক্লাবের মত জাতীয় দলেও ছিলেন একেবারেই ব্যর্থ। বিশ্বকাপে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার কারণে স্টার্টিং একাদশেই জায়গা হারিয়েছিলেন এই তারকা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সেই রোনালদোকে নিয়েই বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করে। তবে নাম নেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ভিনিসিয়ুস জুনিয়রের।
গেলো বছরটা ক্লাব পর্যায়ে পুরোপুরি নিজের করে নিয়েছিলেন ভিনিসিয়ুস। গোল এবং অ্যাসিস্টের মালা পড়িয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন। লা লিগা, সুপার কাপ শিরোপাও জিতেছেন। কিন্তু তবুও উপেক্ষিত থেকেছেন তিনি।
এছাড়া রিয়াল মাদ্রিদের সফলতার অন্যতম প্রধান কারিগর টনি ক্রুসকেও রাখা হয়নি। তবে আছেন মড্রিচ এবং ভালভার্দে।
ফিফা ফিপ্রোর তালিকা
গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল/ব্রাজিল)
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
ডিফেন্ডার
জোয়াও কনসালো (ম্যানচেস্টার সিটি/বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
আলেফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ/কানাডা)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস)
জোসকো গেভারডিলো (আরবি লাইপজিগ/ক্রোয়েশিয়া)
আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো)
থিও হার্নান্দেজ (এসি মিলান/ফ্রান্স)
অ্যান্তোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ/জার্মানি)
থিয়াগো সিলভা (চেলসি/ব্রাজিল)
মিডফিল্ডার
জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)
ক্যাসিমিরো (রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার ইউনাইটেড/ব্রাজিল)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)
এনজো ফার্নান্দেজ (রিভার প্লেট/বেনফিকা/চেলসি/আর্জেন্টিনা)
গাভি (বার্সেলোনা/স্পেন)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
পেদ্রি (বার্সেলোনা/স্পেন)
ফেডেরিক ভালভার্দে (রিয়াল মাদ্রিদ/উরুগুয়ে)
ফরোয়ার্ড
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
আর্লিং হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
নেইমার জুনিয়র (পিএসজি/ব্রাজিল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/আল নাসর/পর্তুগাল)