নেইমারদের কোচ হচ্ছেন না জিদান
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে তিন বছর দায়িত্ব পালনের পর বিশ্রামে যান ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। বিশ্রাম শেষে কোচিংয়ে ফেরার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন তিনি। মূলত, নিজ দেশের কোচই হতে চেয়েছিলেন এই তারকা ফুটবলার। তবে, দিদিয়ের দেশম পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করায় জিদানের সেই স্বপ্ন পূরণ হয়নি।
সেই তালিকায় যোগ দেয় ব্রাজিল জাতীয় দলও। তবে এতদিন পর্যন্ত ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে কিছুই জানাননি জিদান। এ বিষয়ে সাবেক সতীর্থের কণ্ঠে জানা গেলো জিদানের মতামত।
জিদানের সাবেক সতীর্থ রবার্ত পিরেস জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের কোচ হওয়ার কোনো ইচ্ছেই নেই জিদানের।
তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝেছি, জিদানের ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ নেই। এর কারণ ভাষা। ব্রাজিলের কোচ হতে হলে পর্তুগিজ জানতে হবে। এ কারণেই ব্রাজিল তার জন্য সুবিধাজনক জায়গা নয়।’