ড্রেসিংরুমের দ্বন্দ্ব নেইমার কাছে প্রেমিকার সম্পর্কের মতো
সময়টা এককদম ভালো যাচ্ছে না পিএসজির। তার মধ্যে গুঞ্জণ উঠেছে সবশেষ লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র।
গণমাধ্যমে ছড়ানো গুঞ্জনটা যে সত্য, তা নেইমার নিজেই স্বীকার করেছেন। এই ব্রাজিলিয়ান তারকার মতে, ফুটবলারদের ভালোর জন্যই হয়েছে সেই তর্ক। শুধু তাই নয় এই সম্পর্ককে তিনি তুলনা করেছেন প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।
মার্শেইয়ের বিপক্ষে হেরে প্যারিসিয়ানদের বিদায় নিতে হয়েছে ফরাসি কাপ থেকে। তার দুদিন পরেই মোনাকোর বিপক্ষে হেরেছে লিগ ম্যাচে। সেই ম্যাচে ইঞ্জুরির কারণে খেলননি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাদের অনুপস্থিতিতে আক্রমণ ভাগ সামলানো নেইমারের খেলার ধরন নিয়ে ড্রেসিংরুমে প্রশ্ন তুলেছিলেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ক্যাম্পোস।
তবে নেইমার উল্টো ক্ষুব্ধ হয়ে বলেছিল ফরোয়ার্ডে থাকা দুই সতীর্থ ভিতিনিয়া ও হুগো একিতিকে ঠিক ঠাক বল পাস না দেয়ায় এবং গোল মুখে শট ঠিক মতোন না নেয়ায় হারতে হয়েছে তাদের। নেইমারের পক্ষ হয়ে ক্যাম্পোসের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তার ব্রাজিলিয়ান সতীর্থ মারকুইনসও।
গণমাধ্যমে ছড়ানো এমন গুঞ্জন নিয়ে নেইমার ফরাসি পত্রিকা লে’পিককে জানিয়েছেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সে বিষয়ে আমরা একমত ছিলাম না। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে। এ বিষয়গুলোকে আমি পছন্দ করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা হারতে অভ্যস্ত না। যখন কোনো ম্যাচ হারি, অবশ্যই সেটা আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি করে। এটা ফুটবলের অংশ। খেলার উন্নতির জন্য এটা দরকার পড়ে।’