আর্কাইভ থেকে ফুটবল

বছরের প্রথম জয় পেল লিভারপুল

কি যেন কি হয়ে গেছে অলরেডদের! প্রিমিয়া লিগে ম্যাচের পর ম্যাচ জয়হীন ভাবেই কাটাচ্ছিল লিভারপুল। অবশেষে ২০২৩ সালে এসে জয়ের মুখ দেখলো ক্লাবটি। গতোকাল নিজেদের মাঠে এভাটরনের বিপক্ষে প্রিমিয়ার লিগে ২-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগে এই বছর প্রথম জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এমন জয়ের পর মোহাম্মদ সালাহ বলেছেন এর মাধ্যমেই রেডদের পুনরুত্থানের শুরু হলো।

নতুন কোচ সিন ডায়েচের অধীনে গত সপ্তাহে গুডিসন পার্কে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ১-০ গোলে হারায় এভারটন। বলাই যায় সেই আত্মবিশ্বাসটা ধরে রেখেই খেলতে নেমেছিল দলটি।

আরও পড়ুনঃ মেসির অনুপ্রেরণায় ২০২৬ বিশ্বকাপ খেলবেন নেইমারের!

কিন্তু ৩৬ মিনিটে ডারউইন নুনেজের অ্যাসিস্টে সালাহর গোলে এগিয়ে যায় অলরেডরা। এরপর কোডি গাকপো দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন। লিভারপুলের জার্সি গায়ে এটাই গাকপোর প্রথম গোল।

শীর্ষ চারের অবস্থান থেকে এখনো ৯ পয়েন্ট পিছিয়ে আছে লিভাপুল। পয়েন্ট টেবিলের রেডদের বর্তমান অবস্থান নবম।

আরও পড়ুনঃ ড্রেসিংরুমের দ্বন্দ্ব নেইমার কাছে প্রেমিকার সম্পর্কের মতো

 

এ সম্পর্কিত আরও পড়ুন