অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ভালো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। প্রথম ম্যাচে সুযোগ হারানোর পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি টাইগ্রেসরা।
টস জিতে ৭ উইকেটে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। ফিফটি করে একাই ব্যাট হাতে লড়েছেন অধিনায়ক নিগার সুলতানা। জবাব দিতে নেমে মেগ লেনিংয়ের অপরাজিত ৪৮ রানে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাট করতে গিয়ে শুরুতেই দুই ওপেনার শামিমা ও মুরশিদার উইকেট হারায় বাংলাদেশ। নিগার একপ্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। অধিনায়ক ৫০ বলে করেন ৫৭ রান। এছাড়া দু’অঙ্কের রান করতে পেরেছেন শুধু স্বর্ণা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জবাব দিতে নেমে শুরুতে বেথ মানির উইকেট তুলে দারুণ শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। কিন্তু তা ধরে রাখতে পারেনি অন্যরা। অজিরা ঝুঁকি নেয়নি। ধীরগতির ব্যাটিংয়ে ১০ বল আগে নিশ্চিত করে জয়। অধিনায়ক মেগ লেনিং অপরাজিত ৪৮, অ্যালিসা হেলি করেন ৩৭ রান।