আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে । একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৭৪৪ জন।এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন। 

এর আগে গত ২৭ জুলাই সর্বোচ্চ মৃত্যু ছিল ২৫৮ জন। এদিন সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন ও  এখন পর্যন্ত সুস্থ ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ‌্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ আর মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৪০ জন পুরুষ ও ১২৪ জন নারী। এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৬৮৪ জন পুরুষ  ও ৭ হাজার ২১৮ জন নারী মারা গেছেন।

করোনায় মৃত্যুবরণকারীদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৬ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ১৮ জন ও ময়মনসিংহ বিভাগের ১০ জন।

করোনায় গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও বাসায় ১৯ জন মারা গেছেন।

মুনিয়া

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন