আর্কাইভ থেকে ফুটবল

মেসি-নেইমার-এমবাপ্পে মিলেও বায়ার্নের কাছে পরাজয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মেসি-নেইমার-এমবাপ্পে মিলেও বায়ার্ন মিউনিখের কাছে প্রথম লেগে হার ঠেকাতে পারল না পিএসজি। নিজেরদের ঘরের মাঠে ১-০ গোলে পরাজয় বরণ করে ফরাসি ক্লাবটি। বাভারিয়ানদের হয়ে জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান।

কাতার বিশ্বকাপের পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরেছে ক্লাবগুলো।  পিএসজির জন্য ম্যাচটা প্রতিশোধের হলেও নিজেরদের ঘরে বড্ড অচেনা ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। ইঞ্জুরির শঙ্কা কাটিয়ে শুরু থেকেই খেলেছিলেন লিওনেল মেসি।

খেলার প্রথম হাফে দুই দলই ছিল গোল শূন্য। এমবাপ্পের অভাবটা ভালোই ভুগাচ্ছিল প্যারিসিয়ানদের। একটি শটও রাখতে পারেনি অন টার্গেটে।

দ্বিতীয়ার্ধে তিন বছর আগের ফাইনালের যেন পুনরাবৃত্তি কিংসলে কোম্যানের। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে করেনি কোন উদযাপন। পিছিয়ে পড়া পিএসজির কার্লোস সোলেরের পরিবর্তে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। বদলি হিসেবে নেমে দুই বার বল জালে জড়ান তিনি। তবে প্রতিবারই অফসাইডে বাতিল হয়ে যায় গোল। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এ সম্পর্কিত আরও পড়ুন