আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘাটতি মেটাতে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে তরল অক্সিজেন

প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় বৃদ্ধি পাচ্ছে মেডিকেল অক্সিজেনের চাহিদা। দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে চলমান অক্সিজেন ঘাটতি মেটাতে সিঙ্গাপুর থেকে প্রথমবারের মতো সমুদ্র-পথে আনা হচ্ছে তরল মেডিকেল অক্সিজেন।

অক্সিজেনের আকাশচুম্বী এ বিশাল চাহিদার যোগান দিতে রীতিমত হিমশিম অবস্থা সরবরাহকারীদের। বিষয়টি মাথায় রেখে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল আমদানি করছে এই তরল মেডিকেল অক্সিজেন। দেশের অন্যতম বড় মেডিকেল অক্সিজেন আমদানিকারী এই প্রতিষ্ঠানটি জরুরী পরিস্থিতি সামাল দিতে ভারত থেকেও নিয়মিত তরল মেডিকেল অক্সিজেন আমদানি করছে।

মহাখালীতে স্থাপিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ করছে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন