আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবির ৭৪ আসন ফাঁকা, ১৩তম মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ১২তম মেধাতালিকা থেকে ১২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে এখনো ৭৪টি আসন ফাঁকা থাকায় ১৩ তম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন বিকেল ৪ টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে ৮ ও ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১৩তম মেধাতালিকায় মোট ৭৪ জন ভর্তিচ্ছু বিষয় পেয়েছেন। যার মধ্যে এ ইউনিটে ৫৫ জন, বি ইউনিটে ১২ জন ও সি ইউনিটে ৭জন। তিন ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৯ হাজার ৯২, ৩ হাজার ২৩১ ও ২ হাজার ২২৫৭। নতুন বিষয়প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টার মধ্যে সম্পন্ন করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন