আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

হংকং থেকে আগতদের দেড় বছর থাকার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

হংকংয়ের হাজার হাজার বাসিন্দাকে অস্থায়ী নিরাপদ আশ্রয় হিসেবে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হংকংয়ের স্বাধীনতা লঙ্ঘন করছে চীন। তাই হংকংয়ের দর্শনার্থীদের ১৮ মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে হংকংয়ের হাজারও বাসিন্দা। মার্কিন সরকারের এ সিদ্ধান্তে সুবিধা পেতে পারে তারা। তবে, গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্তরা এই সুযোগ পাবে না।

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গেল বছর জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। ওই আইনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিদ্রোহ এবং বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

হংকংয়ে এই আইন চালু করার পর ওই অঞ্চল থেকে যাওয়া বাসিন্দাদের স্থায়ী বসবাসের পথ করে দেওয়ার প্রস্তাব দেয় ব্রিটিশ সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন