আর্কাইভ থেকে দেশজুড়ে

রামেকে হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্খিত সেবা নিশ্চিত করা হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে তাদের হাসপাতালে রাখা হবে না। হুঁশিয়ারি দিয়ে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে  এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্খিত সেবা নিশ্চিত করা হবে। এছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন। আমরা সে দিকে নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আরও সেবা বৃদ্ধির চেষ্টা চলছে।

প্রসঙ্গত, রংপুরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন