আর্কাইভ থেকে অর্থনীতি

কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা

সম্প্রতি বাংলাদেশে ৬০ জন কর্মী ছাঁটাই অনলাইনে খাবার ও নিত্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। তারা।

২০১৩ সালের শেষ দিকে বাংলাদেশে যাত্রা করে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ফুডপান্ডা। দেশের ৬৪ জেলাতেই খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে তারা।

করোনাকালে ফুডপান্ডা থেকে খাবার কেনার চাহিদা বাড়ে। বর্তমানে দেশে প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার কর্মী আছে। এর মধ্যে কিছু সংখ্যক ছাঁটাই করা হয়েছে। অর্থনৈতিক মন্দার শঙ্কায় এই পথে হাঁটছে তারা।

ছাঁটাইয়ের শিকার এক কর্মী বলেন, কিছুদিন আগে ফুডপান্ডা থেকে রাতে একটি ফোন আসে। পরদিন আমাকে মানবসম্পদ বিভাগে দেখা করতে বলা হয়। অফিসে গেলে ছাঁটাইয়ের কথা জানানো হয়।

আরেক কর্মী জানান, স্থায়ী কর্মীদের ৬ মাসের মূল বেতনসহ এবং অস্থায়ী কর্মীদের ২ মাসের মূল বেতনসহ ছাঁটাই করা হচ্ছে।

জনসংযোগ এজেন্সির মাধ্যমে লিখিত বার্তায় ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে ফুডপান্ডা বাংলাদেশ। তারা জানিয়েছে, চলমান অর্থনৈতিক মন্দায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু টিমের আকার ছোট করতে হচ্ছে। অনেককে না বলতে হচ্ছে। তবে তাদের সর্বোচ্চ সহায়তা করছি আমরা। ইনস্যুরেন্সসহ অন্যান্য সুযোগ–সুবিধা দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সহকর্মীদের হারানো অত্যন্ত কষ্টদায়ক।

এ সম্পর্কিত আরও পড়ুন