আর্কাইভ থেকে দেশজুড়ে

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত এবং মোনাজাত করেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ বিশেষ মোনাজাত করেন। এ সময় রাষ্ট্রপতি তার বাবা-মা ও আত্মীয়দের রুহের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির ছোটভাই অধ্যক্ষ মো. আবদুল হক। এসময় অন্যদের মধ্যে বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী এপ্রিলে বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ। ইতিমধ্যেই দেশের পরবর্তী (২২তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন