বাংলাদেশকে রানের পাহাড় ছুড়ে দিল নিউজিল্যান্ড
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে কিউইরা।
শুক্রবার কেপ টাউনে টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। ওপেনিং জুটিতেই নিউজিল্যান্ড সংগ্রহ করে ৭১ রান।
এরপর দলীয় ১০৭ রানের মাথায় পর পর দুই উইকেট হারালেও শেষ সময়ে সুজি বেটিসের (৮১) রানের ঝড়ে পাহাড় সমান রানের লক্ষ্যের সামনে পড়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের হয়ে ফাহিমা নেন ২ উইকেট।
১৯০ রানের লক্ষ্যে এখন বাট করছে টাইগ্রেসরা।