এত জমজমাট বিপিএল এই প্রথম দেখলাম: পাপন
পর্দা নামলও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের। টুর্নামেন্ট শুরু থেকেই তৈরি হয়েছিল নানা আলোচনা সমালোচনা। তবে সেই সমালোচনা অনেকটাই ঢেকে গেছে দেশি খেলোয়াড়দের পারফরম্যান্সে। যা দেখে খুশি হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে ম্যাশের সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পুরস্কার পর্ব শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় লোকাল ক্রিকেটারদের পরফরম্যান্সের মুগ্ধতার কথা জানালেন পাপন।
তিনি বলেন, "লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সে একটা টুর্নামেন্ট কত ভালো হতে পারে, কত জমজমাট হতে পারে এবং এ দেশের মানুষ তাদের এভাবে সমর্থন করতে পারে, তা এবারের বিপিএল না দেখলে জানা হতো না। এটি এবারই প্রথম দেখলাম।"
বিসিবি সভাপতি আরও বলেন, "কারও ধারণাই ছিল না যে, শান্ত, তৌহিদ হৃদয়, জাকির, তানভীর—এরাই হবে সেরা খেলোয়াড়।"