আর্কাইভ থেকে ক্রিকেট

অভিষিক্ত অজি পেসারের হ্যাটট্রিকে টাইগারদের পুঁজি ১২৭

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক। বাংলাদেশ ইনিংসের শেষ ৩ বলে যথাক্রমে মাহামুদউল্লাহ, মোস্তাফিজুর ও মাহেদিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন নাথান এলিস। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে ১২৭ রানে। এত কম রান করে ম্যাচ জেতার নজির এখনো নেই টাইগারদের। সিরিজ নিশ্চিত করতে তাই রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।
 
তৃতীয় ম্যাচেও যেন প্রথম দুই ম্যাচের পুনরাবৃত্তি। বোলারদের দাপট, ব্যাটসম্যানদের খাবি খাওয়া আর কালেভদ্রে বাউন্ডারির দেখা পাওয়া। তবে সিরিজ নিজেদের করার ম্যাচে টসে জেতা বাংলাদেশ এদিন শুরুতেই বিপদে পড়ে। দ্রুত দুই ওপেনার নাঈম-সৌম্য সাজঘরে ফেরার পর চাপ অবশ্য সামাল দিয়েছেন সাকিব-মাহামুদউল্লাহ। 

যে জুটি থেকে সাকিব দ্রুত ফিরলেও টাইগার অধিনায়ক থেকে গেছেন ম্যাচের শেষ পর্যন্ত। মন্তর গতির ইনিংসে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। মাহামুদউল্লাহ বাদে সাকিবের ২৬, আফিফের ১৯ রান হচ্ছে টাইগার ইনিংসের উল্লেখযোগ্য ইনিংস।

স্কোরবোর্ড
বাংলাদেশ ১২৭/৯ (২০ ওভার)
মাহামুদউল্লাহ ৫২, সাকিব ২৬; এলিস ৩/৩৪

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন