আইপিএলের উদ্বোধনী ম্যাচের তারিখ ঘোষণা
ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক ঘরোয়া ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এবারে অনুষ্ঠিত হতে যাওয়া ১৬তম আসরের পর্দা উঠবে আগামী ৩১ মার্চ, চলবে ২৮ মে পর্যন্ত। ১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইপিএল গভর্নিং বডি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও প্রথম আসরে অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হওয়া হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
আইপিএল এবারের আসর চলবে প্রায় দুই মাস। ২১ মে পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। ২৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। কয়েক বছরের বিরতি পর আবারও টুর্নামেন্টি হোম-অ্যাওয়ে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে।
আরও পড়ুনঃ কুমিল্লার হেলমেট পরে পিএসএলে নাসিম, গুনতে হলো জরিমানা
আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিনজন ক্রিকেটার। পূর্বের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে টাইগার পেসার মোস্তাফিজকে। নিজের বাড়ি কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন লিটন দাস। তিনিও খেলবেন সাকিবের কলকাতা নাইট রাইডার্সে হয়ে।
আরও পড়ুনঃ আর্থিক অনিয়মের জবাব দিতে ফিফায় বাফুফে কর্মকর্তারা