গাইবান্ধায় অটো চালককের লাশ উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলায় এক চালককের লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহত ওই ব্যাক্তির নাম- রাজু মিয়া (২০)। তিনি সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নং ব্রীজের পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বের হয়। এর পর তিনি আর বাড়িতে ফেরেনি। পরে মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদে রাজুর জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ওই স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।