আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে ৫০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে: মোদি

ভারতে এখন পর্যন্ত ৫০ কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার রাতে এক টুইটবার্তায় এ তথ্য জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশটির লড়াইতে শক্তিশালী অভিঘাত তৈরি হয়েছে। টিকাকরণের সংখ্যা পার করেছে ৫০ কোটি। আশা করি, এর ওপর ভিত্তি করে দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ চলতে থাকবে।

অবশ্য ৫০ কোটির মধ্যে ঠিক কতোজন প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে তা উল্লেখ করেননি নরেন্দ্র মোদী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারত সরকারের কোউইন অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৫০ কোটি ১০ হাজার ৪৮ জন টিকা পেয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে ৩৯ কোটি দুই লাখ ৮০ হাজার ৮৪১ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ২০৭ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন