আর্কাইভ থেকে আবহাওয়া

শীত না যেতেই আসছে বৃষ্টি

কুয়াশায় ঢেকে আছে আকাশ। সঙ্গে রয়েছে মেঘ। ফাল্গুনের শুরুতে এমন সকাল ধরা দিলো ঢাকায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যেতে থাকে কুয়াশা। সেইসঙ্গে  শীত মৌসুম শেষ হতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালের পূর্বাভাস থেকে জানা যায় পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

আজ ফাল্গুনের ৬ তারিখ। গত কয়েকদিন ধরেই সারাদেশে তাপমাত্রা বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলে হচ্ছে হালকা বৃষ্টি।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন