আর্কাইভ থেকে জাতীয়

দেশের ভালো-মন্দ আমরা বুঝি: প্রধানমন্ত্রী

নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছি। দেশটা আমাদের, এর ভালো-মন্দ আমরা বুঝি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরের কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন করতে কাজ করছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা জনগণের সুবিধার দিকে লক্ষ্য করেই পরিকল্পনা করি। ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে দেই। বিভক্তির পর দুই সিটিতে সাড়ে ছয় হাজার কোটি টাকা খরচ করে নানা উন্নয়ন প্রকল্প করা হয়েছে। দক্ষিণে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট করে দিয়েছি। উত্তরেও করে দেবো। উর্দুভাষীদের জন্যও হবে। একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। এই শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন