আর্কাইভ থেকে ফুটবল

নটিংহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করে লিগ শিরোপার দৌড়ে আবারও পিছিয়ে পড়ল সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচে জয় পেলে শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ ছিল সিটিজেনদের। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি পেপ গার্দিওলার দল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় হল্যান্ডদের।

খেলায় অবশ্য একচেটিয়া প্রভাব বিস্তার করে খেলেছে সিটি। ৭৩ শতাংশ বল পজিশন ছিল তাদের পায়ে। গোলের দিকে শটও নিয়েছে ২৩ টি, যার ৬ টি ছিল গোলমুখ বরাবর। অপরদিকে নটিংহ্যাম মাত্র ৪ টি শট নিয়ে ১ টি শট রেখেছিল গোলমুখ বরাবর। আর সেই শটেই গোল পেয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট।

খেলা শুরুর মাত্র ৩৩তম মিনিটে এগিয়ে যেতে পারতো পেপ গার্দিওলার দল। কিন্তু কেভিন ডি ব্রুইনার বাড়ানো বলে রদ্রির হেড চলে যায় গোলবারের বাইরে দিয়ে। সিটি গোলের দেখা পায় ৪০তম মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বল প্রতিপক্ষ খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। তখন বল পেয়ে যান জ্যাক গ্রিলিশ। গ্রিলিশ পাস দেন বের্নারদো সিলভাকে, ডান পায়ের শটে বল জালে পাঠান বের্নারদো।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটি। তবে গোলের দেখা পাবার বলদ হজম করে বসে। ৮৪তম মিনিটে গিবস হোয়াইটের পাস থেকে গোলটি করেন ক্রিস উড।

এই ড্রয়ের ফলে ২৪ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে সিটি। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আর্সেনালের সংগ্রহ ৫৪। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন