আর্কাইভ থেকে ফুটবল

কোথায় যাচ্ছেন নেইমার!

নেইমারকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছে পিএসজি। বেশ কিছুদিন ধরেই নেইমারের সঙ্গে মনমালিন্য চলছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের। বিশ্বকাপের আগেই দু'জনের মধ্যে চলেছিল রেষরেষি। বিশ্বকাপের পর সেটা আরও বেড়ে গিয়েছে।

লিগে ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলনি মেসি এবং এমবাপ্পে। ওই ম্যাচে আক্রমণের গুরু দায়িত্বে ছিলেন নেইমার। কিন্তু ম্যাচটা হেরে গিয়ে সতীর্থদের ওপর চটে যাওয়ার পাশাপাশি দলের স্পোটিং ডিরেক্টর মারিও ক্যাম্পোসকের সঙ্গেও জড়িয়েছিলেন তর্কে। যা ভালো লাগেনি পিএসজির ঊর্ধ্বতন কর্তাদের। এর পরই তাঁকে বিক্রি করতে আরও বেশি দৌড়ঝাঁপ শুরু করেছে দলটি।

আর তাকে কেনার দৌড়ে ইংলিশ লিগের ক্লাব চেলসি আছে সব থেকে বেশি এগিয়ে। ফরাসি কিছু সংবাদ মাধ্যমে বলছে, চেলসির মালিক টড বোয়েলি নেইমারকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতোমধ্যেই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনাও করেছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে করেছেন দুজন। জুনে দলবদলে চেলসির লক্ষ্য ব্রাজিলের সুপারস্টার নেইমারকে দলে ভেড়ানো।

জনপ্রিয় সংবাদ মাধ্যাম গোলডটকম এক প্রতিবেদনে জানায়, ক্লাব ছাড়ার গুঞ্জনে নেইমারকে শুধু চেলসি নয় দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও কিছু ক্লাব। এখন পর্যন্ত চেলসি ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও এগিয়ে আছে তাকে দলে ভেড়াতে।

২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন এই তারকা ফুটবলার। মার্কা এক প্রতিবেদন বলেছে, নেইমারকে বেচতে তার দামও নির্ধারণ করেছে পিএসজি। তাঁর ফি হিসাবে ৬০ মিলিয়ন ইউরো চাইছে ক্লাবটি।

বার্সা ছেড়ে রেকর্ড সংখ্যক দামে পিএসজিতে পারি জমানোর পর থেকে দলবদলের সময় আসলেই গুঞ্জন ওঠে পিএসজি ছাড়বেন নেইমার।তবে এবারের গুঞ্জনটা খুব জোরাল বলেই মনে হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন