আর্কাইভ থেকে ফুটবল

ইনজুরির পর নেইমারের আবেগঘন বার্তা, যা বললেন এমবাপ্পে

লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে গুরুতর ফাউলের শিকার হন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফাউলের শিকার হয়ে তার পা মচকে যায়। মচকানো পা নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

এমন ইনজুরির পর নেইমার ভেজা চোখে ছেড়েছেন মাঠ। এরপর ব্যক্তিগত ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, 'বারে বারে', সঙ্গে জুড়ে দেন একটি কান্নার ইমোজিও।

 

সতীর্থ এমন ইনজুরির পর ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে একটি ছবি আপলোড করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। সেখানে লেখেন ‘শক্ত থাকো নেইমার! আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আশা করি তুমি দ্রুত ফিরে আসবে।’

আরও পড়ুনঃ কোথায় যাচ্ছেন নেইমার!

বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগ নেইমার খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান সুপার স্টারকে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন