আর্কাইভ থেকে দেশজুড়ে

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে আসলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এসেছে হাম্পব্যাক প্রজাতির একটি মৃত ডলফিন।  শনিবার (৭আগস্ট) শেষ বিকেল মৃত ডলফিনটি সৈকতে পরে থাকতে দেখতে পায় স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, প্রাায় ৬-৭ ফুট দৈর্ঘের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে পরে মারাত্মক আঘাতে মাছটির মারা গেছে।

মৎস্য অধিদপ্তর বরিশাল এর সাসটেইনাবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে উপ-প্রকল্প পরিালক মো. কামরুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটি  হাম্পব্যাক প্রজাতির। এরা দলগত ভাবে চলাফেরা করে গভীর সাগরে। এরা মাছ খেয়ে বেঁচে থাকে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ধারনা করা যাচ্ছে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে ডলফিনটি। আবার বয়সের কারনেও দূরবলতার জন্য এরা অনেক সময় জালে জড়িয়েও মারা যায়। জোয়ারের তোপে মৃত দেহ সমুদ্র তীরে চলে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি সৈকতে ভেসে এসেছে। ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন