আর্কাইভ থেকে ইউরোপ

ইউরোপেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

গ্রীষ্মপ্রধান অঞ্চলের রোগ হলেও এখন শীতপ্রধান পশ্চিমা দেশগুলোতেও ছড়াতে শুরু করেছে ডেঙ্গু। জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশে বংশবিস্তার করছে এডিস মশা।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্তার লাভ করে এডিস মশা। তাহলে জার্মানির মত শীতল দেশে এই মশার বিস্তার লাভের কারণ খুঁজতে গিয়ে অবিশ্বাস্য তথ্য পেয়েছে গবেষকরা। এজন্য বিশ্বায়ণ আর জলবায়ু পরিবর্তনকে দায়ী বলছে তারা।

জার্মানির জীববিজ্ঞানী ডোরিন ওয়ার্নার জানান, ডেঙ্গু ছাড়াও অন্তত ২শ’ ধরনের রোগ ছড়াতে পারে এডিস মশা। ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ওয়েস্ট নিল ভাইরাসসহ অনেক রোগের উৎস এই মশা। প্রযুক্তির উন্নয়নে স্বল্পতম সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেতে পারছি। সঙ্গে বহন করছি ভাইরাস এমনকি মশাও।

শীতপ্রধান দেশগুলোতে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। বিজ্ঞানীদের ধারণা, এর চাক্ষুষ উদাহরণ দাবদাহ ও দাবানল। বাড়তি তাপমাত্রা এডিস মশা বিস্তারের প্রভাবক।

জীববিজ্ঞানী ডোরিন ওয়ার্নার আরও জানান, এ ভাইরাস ছড়াতে জলবায়ু পরিবর্তন বড় ভূমিকা রাখছে। তাপমাত্রা বাড়ায় মশার মধ্যে ভাইরাসের পুনরুৎপাদন দ্রুত হয়। রোগজীবাণু ছড়ানোর ক্ষেত্রে সময়ও লাগে কম। এখনও জার্মানিতে এডিস মশা ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারেনি। তাই সচেতন হলে এর নির্মূল খুব বেশি কঠিন নয়।

পরিসংখ্যান বলছে, ১৯৭০ দশকের আগে মাত্র ৯টি দেশে ডেঙ্গুর বিস্তার ছিল। প্রতিবছর আক্রান্ত রোগীর ৭০ ভাগই এশিয়া মহাদেশের। গেল দুই দশকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে আট গুণ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন