সৌদি হোটেলে কতো টাকা বিল দিলেন রোনালদো!
গেল বছরের শেষ দিনে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নসরে যোগ দিয়েছেন। সৌদি আরবে পাড়ি জমানোর মাস দুয়েক হতে চললো এতদিন নিজের পছন্দমতো বাড়ি খুজে পাননি। পরিবারসহ থাকছেন বিলাসবহুল হোটেলে।
তবে হোটেলযাপন আপাতত শেষ সিআরসেভেনের, খুঁজে পেয়েছেন নিজের পছন্দমতো বাড়ি। আর এতদিন হোটেলে থাকার কারণে বিশাল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে রোনালদোকে।
আরও পড়ুনঃ হঠাৎ সপরিবারে বার্সেলোনায় মেসি (ভিডিও)
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর বলছে, রিয়াদে ‘ফোর সিজনস’ কিংডম টাওয়ারের সেই হোটেলটিতে থাকতে রোনালদোর খরচ হয়েছে আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।
দেশটির অন্যতম সেরা বিলাসবহুল হোটেলে রোনালদো ছাড়াও তার পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্য ছিল আরও ১৭টি ঘর। রোনালদোর রুম থেকে দেখা যেত গোটা রিয়াদ শহর। রিয়াদের অন্যতম সেরা উঁচু ভবন ছিল সেটি। যেখানে থিয়েটার, জিমনেসিয়াম, স্পাসহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা ছিল সেখানে।
আরও পড়ুনঃ এখন দল নির্বাচনে হস্তক্ষেপ করি না: পাপন