অলরেডদের ‘নীল’ করে দিল রিয়েল মাদ্রিদ
ইয়ুর্গেন ক্লপের ‘হেভি মেটাল’ ফুটবল কি তাহলে হারিয়ে গেল! উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে কাম ব্যাকের শিল্প ফুটিয়ে লিভারপুলকে বড় ব্যবধানে হারিয়েছে রিয়েল মাদ্রিদ। শুরুতে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া লিভারপুলকে ৫-২ ব্যবধানে হারিয়ে ‘নীল’ করে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে খেলা শুরু মাত্র ৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন উরুগুয়েন স্ট্রাইকার নুনিয়েজ। মোহাম্মদ সালাহর বাড়ানো বল ডি-বক্সের ভিতরে পেয়ে থিবো কর্তোয়াকে বোকা বানিয়ে বল পাঠান জালে। ঠিক তার ১০ মিনিট পরে মাথায় মারাত্মক ভুল করে বসেন কর্তোয়া। বল চলে যায় সালাহর পায়ে, সালাহ সুযোগ কাজে লাগিয়ে দলকে দুই গোলে লিড এনে দেন।
দুই গোলে পিছিয়ে পড়া রিয়েল মাদ্রিদ ফিরে আসে ভয়ঙ্কর ভাবে। ২০ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াসের চোখ ধাধানো গোল ব্যবধান কমায় মাদ্রিদ। ডি-বক্সের বাইরে থেকে ভিনি বল দেন বেনজামাকে। ফরাসি ফরোয়ার্ড বল পেয়ে আবার বল বাড়ায় ভিনির উদ্দেশ্য। ভিনি বল পেয়ে ডি-বক্সে দাঁড়িয়ে থাকা কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠান জালে।
৩৪ মিনিটে কর্তোয়ার মতো ভুল করে বসেন এলিসনও। বল ক্লিয়ার করতে গিয়ে স্বদেশী ভিনিসিয়াসের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল।
২-২ সমতায় প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধ এসে আরও তিন গোল দেয় কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও একটি ও করিম বেনজার দুই গোল ৫-২ ব্যবধানে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।