আর্কাইভ থেকে রাজনীতি

খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই : কৃষিমন্ত্রী

একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া জেলে বসেও রাজনীতি করতে পারেন। তবে, মামলার আসামি হিসেবে তিনি নির্বাচন করতে পারবেন না। বললেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাপানের রাষ্ট্রদূত ইওআমা কিমিনরির সঙ্গে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, এটা দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। সরকারের হাতে এই সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, এবার বাংলাদেশ থেকে আম রপ্তানী করা হবে জাপানে। একই সাথে কৃষিপণ্যও যাবে দেশটিতে।

তিনি বলেন, জাপান থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করার ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে এসব বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন