ফ্রাঙ্কফুটের বিপক্ষে নাপোলির সহজ জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইনট্রাক ফ্রাঙ্কফুটের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে নাপোলি। ফ্রাঙ্কফুটের মাঠে ২-০ গোলের জয় নিয়ে শেষ আটের পথও সহজ করলো ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের ৩৬ মিনিটে মাথায় পেনাল্টি পায় চলতি মৌসুমে সিরি আ লিগের টেবিল টপার নাপোলি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয় দলটি। তবে ৪০ মিনিটের মাথায় ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনির গোলে এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
আরও পড়ুনঃ বাংলাদেশে ফিরে আসার জন্য সবসময় আগ্রহ ছিল: হাথুরুসিংহে
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কফুর্টের র্যান্ডাল কোলো মুয়ানি। ফলে ১০ জনের দলে পরিণত হয় জার্মান ক্লাবটি। ৬৫ মিনিটে নাপোলির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জ।
দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি টানা ৩৪টি বছর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পার হতে পারেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে ইতালিয়ান ক্লাবটি।
আরও পড়ুনঃ অলরেডদের ‘নীল’ করে দিল রিয়েল মাদ্রিদ