হারানো খেলায় রূপগঞ্জ
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় খেলা হাডুডু'র আয়োজন করা হয়েছিলো।
আজ ২২ ফেব্রুয়ারি বুধবার বিকালে উপজেলার কেয়ারিয়া ফরটিজ খেলার মাঠে এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী ইমন হাসান খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ডাক্তার আরমান মোল্লা,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুইয়া,সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আলম মিয়া,সদর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাখি আক্তার,সাংবাদিক রিপন মিয়া,২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়াসহ স্থানীয় গন্যমান্যরা।
এ সময় হাডুডু খেলা দেখতে ভীর করেন আশপাশের ২০ গ্রামের মানুষ। যান্ত্রিক এ যুগে বিলুপ্ত প্রায় খেলার আয়োজন করায় সবার মাঝে ছিলো উচ্ছ্বাস। তথ্য প্রযুক্তির এ যুগে শেকড় কে না ভুলে নতুন প্রজন্মের মাঝে বাঙলার কৃষ্টি যুগে যুগে থাকবে বিরাজমান এমন প্রত্যাশা করেন উপস্থিত জনতা।