আর্কাইভ থেকে ক্রিকেট

ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে আসছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। তবে মূলত একটি ব্যাংকের প্রচারণায় অংশ নিতে ঢাকায় পাড়ি জমাচ্ছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা রয়েছে তাঁর।

জানা গেছে, রাজধানীর একটি হোটেলে বেলা তিনটায় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। আগামী মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টিতে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন 'প্রিন্স অব কলকাতা'। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় যোগ দেবেন ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন