আর্কাইভ থেকে ইউরোপ

গ্রীসে দাবানল নেভাতে গিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত; শ্বাস নিতে পারছে না স্থানীয়রা

গ্রীসে স্মরণকালের দাবানল নেভানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছে ফায়ার সার্ভিসের একটি পেজেটেল উড়োজাহাজ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার গ্রীসের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ এভিয়ার উত্তরাংশের বিস্তৃত পাইন বনে দাবানল দেখা দেয়। তীব্র বাতাসে তা ছড়িয়ে পড়ে ক্রমশ লোকালয়ে এগিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক গ্যাস বোঝাই একটি উড়োজাহাজ পাঠানো হয়েছিল। আগুন নেভাতে গিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে উড়োজাহাজের পাইলট ও সহ-পাইলট অক্ষত আছে। দুর্ঘটনার পরপরই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা।

গ্রীসের বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস বলেন, তীব্র বাতাসের কারণে দাবানল বনাঞ্চল থেকে সমুদ্রতীরবর্তী গ্রামগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইতোমধ্যে গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সমুদ্রপথে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হার্দালিয়াস আরো বলেন, এভিয়ার উত্তর ও দক্ষিণে দুইটি ফায়ার সার্ভিস স্টেশন আছে। বিরামহীনভাবে কাজ করছে কর্মীরা। আপাতত দ্বীপটির বাসিন্দাদের প্রাণহানির শঙ্কা নেই। তবে দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ জানে না।

এভিয়া দ্বীপের উত্তরাঞ্চলীয় এলাকার মেয়র জিয়ানিস কন্টজিয়াস বলেছেন, অনেক দেরি হয়ে গেছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দ্বীপের কিছু অংশ। ওয়াটার বোম্বিং প্লেন ও হেলিকপ্টারের সহায়তা চেয়েছেন তিনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে আরও সাহায্যের আবেদন করেছে তারা। তবে পর্যাপ্ত সাহায্য পাঠাচ্ছে না সরকার।

সম্প্রতি গ্রীসে কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে। দাবানল ছড়িয়েছে অ্যাথেন্সের উপশহরেও। ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

দাবানল নিয়ন্ত্রণে গ্রীসের আহ্বানে সাড়া দিয়ে সহায়তা পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ কয়েকটি দেশ। কঠিন সময়ে পাশে থাকায় দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন গ্রীক প্রধানমন্ত্রী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন