দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড দল
টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইংলিশ ক্রিকেটাররা।
আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।
আরও পড়ুনঃ ইউনাইটেডের দুই ব্রাজিলিয়ান বিদায় করল বার্সাকে
সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে মাঠে গড়াবে।