আর্কাইভ থেকে ক্রিকেট

শেষে এসে খেই হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২২

ভালো শুরুর পরেও নির্ধারিত ওভার শেষে আশানুরূপ রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। শেষের ৪ ওভারে রান এসেছে মোটে ১৭। সোহান-আফিফ-মোসাদ্দেকদের স্লোয়ারে বিভ্রান্ত করেছেন দুই পেসার এলিস ও ক্রিস্টিয়ান। আর তাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ তুলতে পেরেছে ১২২ রান। বাকি চার ম্যাচের মতো তাই আরও একটি লো স্কোরিং ম্যাচের অপেক্ষা।
 
রানের গতি একেবারেই কমে যায় ১৭তম ওভারে। এডাম জাম্পার সে ওভারে মাত্র ১ রান নেয় আফিফ-সোহান। ১৮তম ওভারে সোহান ফিরেছেন ১৩ বলে ৮ করে। আফিফ ফিরেছেন ১১ বলে ১০ করে। অপরাজিত থাকা মোসাদ্দেক করেছেন ৮ বলে ৪। আর সাইফউদ্দিন তো বলই খেলতে পারেননি। হয়েছেন রান আউট। মিডল আর লোয়ার অর্ডারের ব্যর্থতায় তাই শুরুর ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

তবে এই পুঁজি সম্ভব হয়েছে টাইগার ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে। সর্বোচ্চ ২৩ করেছেন ওপেনার নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ মাহামুদউল্লাহর, ১৯। অজিদের হয়ে জোড়া উইকেট শিকার দুই পেসারের। সিরিজ হারের ব্যবধান কমাতে ১২০ বলে সফরকারীদের দরকার ১২৩ রান। 

স্কোরবোর্ড
বাংলাদেশ ১২২/৮ (২০ ওভার)
নাঈম ২৩, মাহামুদউল্লাহ ১৯; এলিস ২/১৬, ক্রিস্টিয়ান ২/১৭

এস

এ সম্পর্কিত আরও পড়ুন