আর্কাইভ থেকে ক্রিকেট

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে ১০০ উইকেট ও ব্যাট হাতে ১০০০+ রান করার বিশ্বরেকর্ড গড়লেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। 

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শুরুতে এই মাইলফলক থেকে ৫ উইকেট দূরে ছিলেন সাকিব। আগের চার ম্যাচে ৩ উইকেট নেয়া সাকিব আজ শেষ ম্যাচে ২ উইকেটের সাথেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখালেন। হলেন এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করা ও ১০০ উইকেট শিকারি প্রথম ক্রিকেটার।

এরই সাথে বিশ্বের দ্বিতীয় বোলান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন সাকিব। সাকিবের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০০ উইকেটে মালিক ছিলেন শুধু শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাবেক এই পেসারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। তবে সাকিবের রেকর্ডটি হলো অলরাউন্ডিং নৈপুণ্যের।

এদিকে উইকেটের সেঞ্চুরির তালিকায় সাকিবের পেছনে পেছনে আসছেন আরও দুই জন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির উইকেট সংখ্যা ৮৩ ম্যাচে ৯৯ এবং আফগানিস্তানের স্পিনার রাশিদ খানের ৫১ ম্যাচে ৯৫। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন