আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনা প্রধান

সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় সেনা প্রধান আরও বলেন, জনগণের সেবায় সেনাবাহিনী সব সমসময় পাশে থাকবে। সংক্রামণ পরিস্থিতি অবনতি হলে আগামীতেও বেসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত আছে।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনাভাইরাস সংক্রামণ রোধে বেসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিবিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গেও কথা বলেন সেনা প্রধান।

শেখ

এ সম্পর্কিত আরও পড়ুন