আর্কাইভ থেকে ঢালিউড

পরীমণির ৩ কোটি টাকার গাড়ি নিয়ে নতুন তথ্য

মাদকসহ একাধিক মামলায় গ্রেফতার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় । এর মধ্যে তিন কোটি টাকা দামের গাড়ি কার কাছ থেকে উপহার পেয়েছেন সেটি নিয়েও সমালোচনা কম হয়নি।

নতুন পাওয়া তথ্য বলছে, যে গাড়িটি নিয়ে এত গুঞ্জন, সেই গাড়িটি নাকি বিক্রিই হয়নি। টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য অটো মিউজিয়াম নামে একটি প্রতিষ্ঠানের শোরুম থেকে গাড়িটি নিয়ে গিয়েছিলেন পরীমনি। টাকা পরিশোধ না করায় পরদিনই শোরুমে ফিরিয়ে নেয়া হয় মাসেরাতির গাড়িটি। সেই গাড়ি এখনো অটো মিউজিয়ামের গুলশানের শোরুমে রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) এমনটিই দাবি করেন অটো মিউজিয়ামের কর্ণধার ও ব্যবসায়ী নেতা হাবিব উল্লাহ ডন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ‘যে গাড়ি বিক্রি হয়নি, সে গাড়ি কীভাবে অন্যজনের হয়। ওই নারী (পরীমনি) আমাদের শোরুমের জিএমের কাছ থেকে টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য গাড়িটি নিয়েছিলেন। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে কিনবেন জানিয়েছিলেন। তার অ্যাডভান্স টাকা দেয়ার কথা ছিল, কিন্তু পরদিন টাকা না দেয়ায় পরীমনির কাছ থেকে গাড়িটি ফেরত আনা হয় ।

অটো মিউজিয়ামের মালিক বলেন, ‘গাড়ি ফেরত দিলেও পরে শুনলাম, ওই নারী গাড়ির ছবি উঠিয়ে ফেসবুকে দিয়েছেন। তিনি ছবি তুললেন না-কি তুললেন না এটা দেখার বিষয় নয়। কারণ দেখা যায়, শোরুম থেকে ১০টা গাড়ি টেস্ট ড্রাইভের জন্য যায়। এর মধ্যে থেকে হয়তো দুটি গাড়ি বিক্রি হয়, বাকিগুলো ফেরত আসে।’

এর আগে গত বছরের ২৪ জুন পরীমনির ব্যবহৃত টয়োটা হ্যারিয়ার মডেলের সাদা রঙের গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সেটির ছবি নিজের ফেসবুক পেজে দিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, ‘গুড মর্নিং’।

পরদিন ২৫ জুন পরীমনি ফেসবুকে নীল রঙের নতুন গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। শোরুমের নম্বর প্লেটযুক্ত (ঢাকা-শ/৪৬২) গাড়িসহ পোস্টে লিখেন, ‘নয়া প্রেমিক- ফার্স্ট ডেট’ আর হ্যাশট্যাগ দেন মাসেরাতি।

ইতালিয়ান কোম্পানি মাসেরাতির এই গাড়িটিই পরীমনি কিনতে চেয়ে না পারলেও পরে তারই বলে প্রচার হয়ে যায়। যদিও একাধিক মামলায় গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত পরীমনি তার সাদা রঙের টয়োটা হ্যারিয়ার (ঢাকা-মেট্রো-ঘ-১৫-৯৬৫৩) গাড়িটি ব্যবহার করে আসছিলেন।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন