সরকার লকডাউন দিলে সেনাবাহিনী কার্যক্রম চালাবে: সেনাপ্রধান
সরকার যদি আবারও লকডাউন দেয়, তাহলে সেনাবাহিনী তার কার্যক্রম চালাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন তিনি।
সেনাপ্রধান বলেন, ‘করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে’।
জেনারেল শফিউদ্দিন বলেন, যদি সবার এই সমন্বয় না থাকত, তা হলে করোনার পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে এখনও কিছুটা শঙ্কা আছে, তবে আশাবাদী আমরা সবাই একসঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকে, তা হলে পরিস্থিতি অনেক ভালো হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এস