আর্কাইভ থেকে ফুটবল

পিএসজির হয়ে মাঠে নামতে মুখিয়ে ক্ষুদে জাদুকর

বার্সেলোনা ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পিএসজিতে নতুন অধ্যায়ের শুরু করেছেন লিওনেল মেসি। লা লিগা ইতিহাসের সেরা ফুটবলারকে দলে ভেড়ানোর সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সেরে ফেলেছে প্যারিসের ক্লাবটি। আর ২ বছরের চুক্তি স্বাক্ষর শেষে মেসি জানিয়েছেন, পিএসজির হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।
 
মেডিকেল শেষে প্যারিসের স্থানীয় সময় রাত সোয়া ১০ টায় আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে ২ বছরের চুক্তির ঘোষণা দেয় পিএসজি। বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরোতে হওয়া এই চুক্তির অধীনে ২ বছর শেষে আরও ১ বছর পিএসজিতে থাকার সুযোগ রয়েছে আর্জেন্টাইন তারকার সামনে। আনুষ্ঠানিকতা সেরে ক্লাবের ওয়েবসাইটে মেসি তার অনুভূতি জানান।

পিএসজির সাথে নিজের ফুটবলীয় উচ্চাকাঙ্ক্ষার মিল রয়েছে উল্লেখ করে মেসি বলেন, 'ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় পিএসজিতে শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার ফুটবলের উচ্চাঙ্ক্ষার সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি।'

বার্সায় পার করেছেন ২১ বছর। ক্লাবের জার্সিতে জিতেছেন ৩৫টি শিরোপা। তবে তা সবই এখন অতীত। নতুন ক্লাবের হয়ে নতুন শুরুর জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ৬ বারের ব্যালনজয়ী এই ফুটবলার বলেন, 'এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পাক দি ফ্রাঁসে (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে আছি।'

মেসি যেমন রোমাঞ্চিত, তেমনি তাঁকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি জানান, 'লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত।'

'শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই। আশা করছি, এই দল আমাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য ইতিহাস গড়বে।'- খেলাইফি যোগ করেন। 

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠিনতা শেষে বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে ক্লাবটি। সেখানেই বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৭২টি গোল করা মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে পিএসজি। এরপর আগামী রোবরার ঘরের মাঠে দর্শকভর্তি স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকাকে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে প্যারিস ভিত্তিক ক্লাবটির। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন