আর্কাইভ থেকে ক্রিকেট

যে কারণে খর্বশক্তির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরের জন্য প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রামে রেখে টম লাথামের নেতৃত্বাধীন খর্বশক্তির কিউই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
 
সফরটা বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও এই নিউজিল্যান্ড দলের কেউই তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের খেলোয়াড় নয়। মূলত করোনার কারণে সৃষ্ট জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ির কারণে মূল স্কোয়াডের ক্রিকেটারদের বিশ্রামের পরিকল্পনা দেশটির ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশ সফর শেষে একই স্কোয়াড উড়াল দিবে পাকিস্তানের উদ্দেশ্যে। সেখানে দ্বিপক্ষীয় সিরিজ শেষে থাকছে আইপিএলের ব্যস্ততা। এবং সবশেষ বছরের শেষদিকে আবার রয়েছে বিশ্বকাপ আসর। এনজেডসি'র প্রধান নির্বাহী ডেভি হোয়াইট জানিয়েছেন, নিউজিল্যান্ডের শীতকালীন সফরে খেলোয়াড়দের পালাক্রমে বিশ্রাম দেয়ার উদ্দেশ্যেই এমন স্কোয়াড ঘোষণা করেছে তাঁরা। 

নিউজিল্যান্ড ক্রিকেটের আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, 'এখন যে পরিস্থিতি তাতে খেলোয়াড়দের কল্যান এবং সাপোর্ট স্টাফদের ভালো থাকা খুবই জরুরি। আমাদের সমস্তু চেষ্টা এখন নিউজিল্যান্ডের শীতকালীন যত সফর আছে সেখানে কীভাবে যতটা সম্ভব চাপ কমিয়ে যাতে স্কোয়াড পাঠানো যায়।'

নিজেদের স্কোয়াডের গভীরতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ডেভি হোয়াইট। তিনি বলেন, 'চলতি বছর ইংল্যান্ডে আমাদের দল বেশ ভালো করেছে। আমাদের এখন বেশ ভালো গভীরতা আছে। আমি আত্মবিশ্বাসী স্কোয়াডগুলো নিজেদের কাজ ঠিকঠাক করে আসবে।'

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। বিশ্বের সবথেকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের সাথে একই সময়ে বাংলাদেশ সিরিজের সময়সূচী নির্ধারিত হওয়ায় দল ঘোষণায় বেশ বেগ পেতে হয়েছে বোর্ডকে। তিনি বলেন, 'আমরা আইপিএল নিয়ে সবসময় বাস্তবতা মেনেই চলেছি। এটা একটা বিশেষ ব্যাপার এবং নানা পটভূমির কারণে এটা নিয়ে আলোচনা হয়।'

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন