আর্কাইভ থেকে জাতীয়

ডেঙ্গুর নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য সঠিক নয়: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে রিপোর্ট প্রকাশ করছে তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন, দক্ষিণের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস। 

সকালে, খিলগাঁওয়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে একথা বলেন মেয়র। 

তিনি বলেন, ৮০ ভাগ ডেঙ্গু আক্রান্ত ঢাকা দক্ষিণে এমন তথ্য পুরোপুরি সঠিক নয়। ঢাকার বাইরে আক্রান্ত হয়ে দক্ষিণের ঠিকানা দিচ্ছে মানুষ। এসময় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য নগরবাসীর অসচেতনার কথাও উল্লেখ করেন। এর আগে দক্ষিণ কুতুবখালীতে খাল পরিষ্কার কার্যিক্রম ও যাত্রাবাড়ীতে মশক নিধন কারযক্রম পরিদর্ষণ করেন মেয়র।

এ সম্পর্কিত আরও পড়ুন