আর্কাইভ থেকে ইউরোপ

ইউরোপে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ইতালির সিসিলি দ্বীপে

ইউরোপে এখন সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইতালির সিসিলি দ্বীপে। দেশটির কর্তৃপক্ষের দাবি, ভূমধ্যসাগরের এই দ্বীপটিতে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নতুন রেকর্ড হওয়ার খবর নিশ্চিত করেছে সিসিলি কর্তৃপক্ষ। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করবে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এবার ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও উত্তর আফ্রিকায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে। এমন সময় বুধবার সিরাকুসা শহরে পারদ জানা ইতিহাসে একদম ওপর চড়েছে।

ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেওশন-ডব্লিউএসও জানায়, এর আগে গ্রীসের রাজধানী অ্যাথেন্সে ১৯৭৭ সালের ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৮ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছিল।

চলতি সপ্তাহে ভূমধ্যসাগরজুড়ে তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ইউরোপ ও উত্তর আফ্রিকাজুড়ে দাবানলের কারণে মারা গেছে কয়েক ডজন মানুষ। এর মধ্যে হতাহতের দিক থেকে ভয়াবহ অবস্থা আলজেরিয়ায়। দেশটিতে মারা গেছে অন্তত ৬৯ জন। মারা গেছে তুরস্কেও। অনেক গ্রাম ধ্বংস করেছে ইতালি ও গ্রীসে।

বর্তমানে ইতালিতে আফ্রিকা থেকে যাওয়া অ্যান্টিসাইক্লোন লুসিফারের কারণে হিটওয়েভ চলছে। এই অ্যান্টিসাইক্লোন হলো উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের স্থান যেখানে বাতাস ডুবে যায়।

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, লুসিফার ইতালির মূল ভূখণ্ড হয়ে উত্তরে যাবে। ওই পথে এটি রাজধানী রোমসহ অন্যান্য শহরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে।

চরম তাপমাত্রার জন্য বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবারের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়া শহরগুলোর সংখ্যা ৮ থেকে ১৫ পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

কয়েক দশকে ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে বেশ কিছু দেশ। ফলে দক্ষিণ ইতালিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিসিলি, ক্যালাব্রিয়া এবং পুগলিয়া।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন