পিএসজিতে প্রথম দিনের অনুশীলনে হাস্যোজ্জ্বল মেসি
প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়ার ২ দিন পর পার্ক দ্যা প্রাসে প্রথম অনুশীলন সেড়েছেন লিওনেস মেসি। কোপা আমেরিকা জয়ের পর ৩৩ দিন পর মাঠের অনুশীলনে এলএমথার্টি। বার্সেলোনা থেকে প্যারিস, খুব কম সময়েই মানিয়ে নিয়েছেন মেসি। নেইমার এমবাপ্পের পর এবার ক্ষুদে জাদুকরের দেখা হল সার্জিও রামোসের সাথে। মাঠের অনুশীলন ছাপিয়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
'এমনটা কে ভেবেছিল? তাই না মেসি?'- সত্যিই! কে ভেবেছিল দুই চিরপ্রতিদ্বন্দী গায়ে তোলবেন একই দলের জার্সি? অথচ সেটাই হয়েছে, এল ক্লাসিকোর দুই শত্রু এখন বন্ধু। তাই তো মেসি-রামোসের পিএসজিতে প্রথম দেখার ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রথম অনুশীলনের দিনের শুরুটা পিএসজি কোচ মাওরিজিও পচেত্তিনোর সাথে সময় কাটিয়ে। এরপর মেসির গন্তব্য ড্রেসিং রুম। বন্ধু নেইমার, এমবাপ্পেদের সাথে প্রথম সেশন শুরু জিম দিয়ে।
চুক্তির ৪৮ ঘন্টা না পেরোতেই বল পায়ে ট্রেনিং গ্রাউন্ডে এলএমথার্টি। সেশনটা যে খুব উপভোগ করেছেন ক্ষুদে জাদুকর, তা স্পষ্ট চোখে-মুখে।
অবশ্য ম্যাচ ফিটনেস ফিরে পেতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে মেসিকে। ব্রাজিলে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর পরিবারের সাথে দীর্ঘ অবকাশ যাপন শেষে এই প্রথম মাঠের অনুশীলনে লিও। তাই তো পিএসজির প্রথম সেশনের সিংহভাগ জুড়ে ফিটনেস ট্রেনিং।
রোমাঞ্চকর পাঁচ দিনের সমাপ্তি নতুন ঠিকানায়। বার্সেলোনা শেষে প্যারিস অধ্যায়। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। সময়ের সাথে শুকিয়েছে অশ্রুজল, পুরো বিশ্বের মতো নিশ্চয়ই লিওনেল মেসির অপেক্ষা ফুরোচ্ছে না ম্যাচে নামার।
এএ