আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৪ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনায় প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রতিদিনই নতুন করে রেকর্ড হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীত বেড়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোতে আবার জেঁকে বসেছে করোনা। প্রতিদিনই বাড়ছে এসব দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে একদিনেই আক্রান্ত ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন এবং করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৪ লাখ ১৯ হাজার ৫৮৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ হাজার ৩৪৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৩৯ হাজার ৮৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৮৪৯ জন।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশে করোনায় প্রাণ গেছে আরও ১৬ জনের। এ নিয়ে করোনায় দেশে ৮ হাজার ৩১৪ জনের প্রাণহানি হলো। ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছে ৪শ ৪৩ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন। আর সুস্থ হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন