আর্কাইভ থেকে দেশজুড়ে

খুলনায় একদিনে করোনায় আরও ২২ জনের মৃত্যু

খুলনায় একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ৪৭১ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে ৬ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৩ জন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন, আর সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৮০৭ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন